Free

Text Widget

Thursday, March 27, 2014

দেশের বাজারে অবমুক্ত হলো বিশ্বের সবচেয়ে হালকা আল্ট্রাবুক, জাপানের তোশিবা পোর্টিজি জেড৯৩০। বুধবার বিকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে ৪টি নতুন ল্যাপটপের মোড়ক উন্মোচন করে তোশিবার বাংলাদেশের পরিবেশক স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, ল্যাপটপ মার্কেটিং বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন, পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন ও বিআইজেএফের সভাপতি মোহাম্মদ খান ও অন্য সদস্যরা।
মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তোশিবা ল্যাপটপের বিক্রয়োত্তর সেবানীতি যে কোনো ব্র্যান্ডের তুলনায় শ্রেষ্ঠ। অনুষ্ঠানে তোশিবার প্রতিটি মডেলের ল্যাপটপের সঙ্গে একটি করে মোবাইল হ্যান্ডসেট উপহারের ঘোষণা দেয়া হয়।

মডেলগুলো হচ্ছেÑ স্যাটেলাইট সি৪০ কোর আই থ্রি, দাম ৩৮ হাজার ৯০০ টাকা, স্যাটেলাইট ইউ৯২০ কোর আই ফাইভ, দাম ৮৪ হাজার টাকা, স্যাটেলাইট ইউ৯২০ কোর আই ফাইভ, দাম ১ লাখ ২৫ হাজার টাকা, স্যাটেলাইট ইউ৮৪০ডব্লিউ কোর আই ফাইভ ৮৫ হাজার টাকা এবং পোর্টিজি জেড৯৩০ আল্ট্রাবুক জেড, দাম ১ লাখ ৭১ হাজার টাকা।
Posted by Unknown on 7:37 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search