Free

Text Widget

Tuesday, March 25, 2014



How to Lock your Desktop 264x300 কোন রকম সফটওয়্যার ছাড়া লক করে রাখুন আপনার কম্পিউটারের ড্রাইভগুলিআমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আমাদের পিসিতে রাখিকিন্তু দেখা যায় ঐ পিসি অনেকেই ব্যবহার করছেএতে অনেক সময় আমাদের ফাইল অন্য কারো দ্বারা ডিলিট হয়ে যেতে পারেআবার অনেক সময় আমরা নিজেরাও চাইনা ঐ ফাইল অন্য কেউ দেখুকএই ফাইল লক করার অনেক রকম সফটওয়্যার পাওয়া যায়আবার সেই সফটওয়্যার ব্রেক করারও সফটওয়্যার পাওয়া জায়কিন্তু এত ঝামেলাতে না গিয়ে খুব সহজেই আপনি আপনার ড্রাইভ লক করে ফেলতে পারবেনআপনার ড্রাইভ এ ডকুমেন্ট গুলি যাতে কেউ দেখতে না পায় সে জন্য আপনি ড্রাইভ গুলি লক করে রাখতে পারেন কোন রকম সফটয়ার ছাড়া
১) আপনার কম্পিউটার এ RUN এ গিয়ে টাইপ করুন  gpedit.mscতাহলে একটা নতুন উইন্ডো আসবেঐ উইন্ডোর সবার নিচের অপশনে পাবেন Administrative Templates তারপর সবার উপরের অপশন windows components এ ক্লিক করুনতারপর ক্লিক করুন windows explorer অনুক্রমটা এরকম Administrative Templates > windows components > windows explorer
২) একটা নতুন উইন্ডো আসবে উইন্ডোতে prevent access to drives from my computer ক্লিক করে  enable অপশনে ok দিনএখন আপনার  কম্পিউটার এ কোন ড্রাইভ ওপেন হবে না

৩) আপনি যদি চান শুধু C ড্রাইভটা লক করতে তাহলে prevent access to drives from my computer ক্লিক করে ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে  C ড্রাইভ সিলেক্ট করে ওকে দিন এবার দেখুন শুধু C ড্রাইভ ওপেন হবে না
এ ভাবে আপনার  কম্পিউটারের যেকোন নির্দিষ্ট ড্রাইভ লক করে রাখতে পারেন আপনার প্রয়োজনে

Posted by Unknown on 8:04 PM  No comments »

0 comments:

Post a Comment

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search