Free

Text Widget

  • Enter Slide 1 Title Here

    This is slide 1 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 2 Title Here

    This is slide 2 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

  • Enter Slide 3 Title Here

    This is slide 3 description. You can replace this with your own words. Blogger template by NewBloggerThemes.com...

Tuesday, April 1, 2014










বিশ্বজুড়ে নানারকম পাসওয়ার্ড ব্যবস্থা নিয়েই কাজ চলছে এর মধ্যে একটি হচ্ছে শব্দকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করাইসরায়েলের উদ্যোক্তাদের তৈরি প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার বিকল্প শব্দ পাসওয়ার্ড নির্মাতাপ্রতিষ্ঠান স্লিকগলইনকে কিনে নিয়েছে গুগলএক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস
স্লিকলগইনকে কিনে নেওয়ার ফলে এখন থেকে এ প্রযুক্তি ব্যবহার করতে পারবে গুগল এবং স্লিকলগইনের কর্মীরা গুগলের হয়ে কাজ করবেনঅবশ্য স্লিকলগইন কিনতে গুগলকে কত খরচ করতে হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নিগুগলের কাছে বিক্রির বিষয়টি স্লিকলগইন তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে|
Posted by Unknown on 10:04 AM  No comments »










যতনে রাখি যন্ত্র -ঝামেলা ছাড়াই দীর্ঘদিন একটি ল্যাপটপ ব্যবহার করার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজনল্যাপটপে কোনো ত্রুটি ধরা পড়ার পর সেটি মেরামত করতে হবেতবে আগে থেকে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এসব সমস্যা এড়িয়ে চলা সম্ভবউইকি হাউ অবলম্বনে লিখেছেন নাসির খান

অ্যান্টিভাইরাস সফটওয়্যার
কম্পিউটারে অবশ্যই একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত
Posted by Unknown on 5:54 AM  No comments »

Monday, March 31, 2014


 

পিসির নিরাপত্তাঃ

শুরুর কথাঃ ভাইরাস কথাটা আসলে বোঝানো হয় কম্পিউটারের জন্য ক্ষতিকারক কিছু প্রোগ্রামকে যেগুলো নানা ভাবে কম্পিউটার এর ক্ষতি করে থাকেতবে ভাইরাস আসলে ম্যালওয়্যার গোত্রের সদস্যনানা রকম ম্যালওয়্যার আছে, তার মধ্যে ভাইরাস একটিবাকি গুলোও নানা ভাবে ক্ষতিকরতবে মানুষ সাধারন সেন্সে সব গুলোকেই ভাইরাস বলেআসুন তবে চিনি ম্যালওয়্যার কি? এবং কি কি ধরনের ম্যালওয়্যার আছে
Malware শব্দটির অর্থ Malicious Software. মানে ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রামসে সকল প্রোগ্রাম কম্পিউটার এর ক্ষতির কারণ হয় সেগুলোকেই ম্যালওয়্যার বলেম্যালওয়্যার এর মধ্যে প্রায় ১২ রকম ভাগ আছেতার মধ্যে আমরা সচরাচর ৩-৪ প্রকার এর সম্মুখিন হয়ে থাকিতবে এখানে আমি ৭ রকম ম্যালওয়্যার নিয়ে আলোচনা করবোসাথে এদের হাত থেকে কিভাবে বাঁচা যায়, সেটাও আবার কোন ধরনের অ্যান্টিভাইরাস ছাড়াচলুন তবে শুরু করি
Posted by Unknown on 1:38 AM  No comments »



সালাম সবাইকেশুরু করছি কয়েক বছর আগের একটি ঘটনা দিয়েরাজধানীতে মিরপুরের কাজীপাড়ায় ল্যাপটপ বিস্ফোরণে আহমেদ শওকত মাসুদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেতাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটি নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেনআগুনে মাসুদের সারা শরীর পুড়ে যায়আহমেদ শওকত মাসুদের প্রতিবেশী ও তাঁর মামাতো ভাই কাজী জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ৮১১ পশ্চিম কাজী পাড়ার বাসার দোতলায় নিজের শয়নকক্ষে ল্যাপটপ চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন মাসুদসকাল সাড়ে সাতটার দিকে ল্যাপটপটি বিস্ফোরিত হলে ওই কক্ষে আগুন ধরে যায়এ সময় মাসুদ ঘুমিয়ে ছিলেনআগুনে তাঁর সারা শরীর ঝলসে যায়কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেঅনেক ডাকা ডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে মাসুদকে বের করা হয়এরপর স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা না পেয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি নেওয়া হয়দুপুর পৌনে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেনহাসপাতালে উপস্থিত মিরপুর থানার উপপরিদর্শক মলিøক ফারুকুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ বিবাহিতঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন
Posted by Unknown on 1:28 AM  No comments »


আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতিদিন এক কোটি টাকা বিদেশ থেকে আয় করছেন ফ্রিল্যান্সিং এ বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন সপ্তমসম্মেলন সূত্রে এ তথ্য পাওয়া গেছেদেশের প্রযুক্তিপ্রিয় তরুণ-তরুণীরা ভালো ইংরেজি ও নানামুখী কাজ শিক্ষার মাধ্যমে মেধা ধৈর্য্যরে সঙ্গে কাজ করতে পারলে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান মাধ্যম হয়ে উঠবে আউটসোর্সিং
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী ফ্রিল্যান্স-আউটসোর্সিং সম্মেলনে বক্তারা এসব কথা বলেনআনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক আফজালুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল¬াহ ফারুকী
Posted by Unknown on 1:25 AM  No comments »

533065 227523547356949 1488690636 n ঘড়ি AM PM দেখতে দেখতে হাপিয়ে গেছেন তাই

সালাম সবাইকে, এইটা আমার প্রথম লেখা তাই ভুল হলে ক্ষমা করে দিবেন,
এবার মুল লেখাই আসি…………………………।।
আপনার মনিটর এর নিচে ডান কুনাই ঘড়ি আছে আর এই ঘড়ি AM PM দেখতে দেখতে হাপিয়ে গেছেন তাই, আজ আমরা AM PM পালটে দেব……………………………..
আপনার মনিটর এর নিচে ডান কুনাই ঘড়ি আছে, click করন, change date and time যে window আসবে সেখানে
Posted by Unknown on 1:18 AM  No comments »

hqdefault কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করুন
আসাসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেনটিউনারপেজে এটা আমার প্রথম পোষ্ট কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাকআজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে, কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করবেন
প্রয়োজনীয় উপকরন :
১. কম্পিউটার
২. ল্যান (LAN) ক্যাবল
Posted by Unknown on 1:15 AM  No comments »

326 কম্পিউটারের গতি বাড়ানোর জন্য কিছু কাজ করতে পারেন নিয়মিত
> GO “ RUN “ – tree লিখে এন্টার করুন
> GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন
Posted by Unknown on 1:13 AM  No comments »


microsoft final 1 এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল নষ্ট হলেও রিপেয়ার করে নিন সহজেই
আমাদের মাইক্রোসফট অফিসের অনেক দরকারি ফাইলই অনেক সময় অজানা কারনে ক্ষতিগ্রস্ত হতে পারেকিছু কিছু সময় এর কারনে বেশ সমস্যায় পরতে হয়আজ সেই সমস্যা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তাই লিখলামফাইল ভালো থাকা অবস্থায় যতটুকু সংরক্ষিত হয়েছিল, সেটি উইন্ডোজের অস্থায়ী (টেম্পোরারি) ফাইলে জমা হয়ে থাকেচাইলে সেই অস্থায়ী ফাইলকে ব্যবহার করে এ সমস্যার সমাধান করা যায়
Posted by Unknown on 1:08 AM  No comments »


2011 02 22 151248 উইন্ডোজের বহুল ব্যবহৃত কিছু কিবোর্ড শর্টকাট 
আমাদের দেশে কম্পিউটারের বহুল প্রচলন হয়েছে বেশ অনেক দিন হলবর্তমানে এই যন্ত্রটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুজে পাওয়া যাবে নানানা কর্ম সম্পাদনে দক্ষ এই যন্ত্র এখন আর বিস্ময়ের কোন বস্তু নয় বরং প্রাত্যহিক জীবনেরই অংশকম্পিউটারের সাহায্যে নানা কর্ম সহজে সম্পাদনের জন্য আমরা নানা short code ব্যবহার করি যা আমরা অনেকেই জানিতারপরেও নতুন বাবহারকারিদের কথা মাথাই রেখে আমার এই ছোট পোস্ট
Posted by Unknown on 1:06 AM  No comments »

আসসালামুআলাইকুম,
আসা করছি সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে ভাল আছিআর কথা না বাড়িয়ে মুল টিউনে চলুন
অনেক সময় দেখা যায় ফ্লাশ ড্রাইভ থেকে প্রয়োজনীয় ডাটা গুলো সব উধাউ! আছে শুধু সেই ডাটা গুলোর কিছু শর্টকাট ফোল্ডার
শর্টকাটে ক্লিক করলেন কিন্তু কোনো ডাটা নেই!
Shortcut virus2 নিজেই তৈরি করুন shortcut virus remover
এই সমস্যাতে কম-বেশি প্রায় সবাই ভুগে থাকি, চলুন আজ আমরা এই ভাইরাস মশাইয়ের দফারফা করে আসি
Posted by Unknown on 1:04 AM  No comments »


তথ্য সংরক্ষণের জন্য মানুষ যুগে যুগে বিভিন্ন পদ্ধতি ও মাধ্যম উদ্ভাবন করেছেপ্রথমে মুখস্থ করে, এরপর চিত্র ও লেখার সাহায্যেধীরে ধীরে বিজ্ঞানের কল্যাণে সেই স্থানে আসে বিভিন্ন প্রযুক্তি পণ্যটেপ রেকর্ডার, সিডি, ডিভিডি ইত্যাদির পরে এখন চলছে ক্লাউড স্টোরেজের যুগগত কয়েক দশকে মানুষ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বিপুল পরিমাণে তথ্য ধারণ ও সংরক্ষণ করে রাখার ক্ষমতা অর্জন করলেও এখনো অনেক দীর্ঘ সময়ের জন্য তথ্য সংরক্ষণ করে রাখার খুব কার্যকর পদ্ধতি উদ্ভাবিত হয়নিকিন্তু এবার তথ্য সংরক্ষণ করে রাখার জন্য বিজ্ঞানীরা এমন একটি ডিস্ক উদ্ভাবন করেছেন যেটাকে ধ্বংস করে ফেলা প্রায় অসম্ভব (nearly indestructible ) বলে দাবি করেছেন তারা
Posted by Unknown on 1:03 AM  No comments »



AstrofxBD.com 1392761464 ফরেক্স কি ? ফরেক্স করে কোটিপতি হওয়া কি সম্ভব ?
Forex হচ্ছে the foreign exchange market, কেউ কেউ বা FX অথবা currency market বলে থাকে বুঝিয়া বলি, মনে করেন আপনি এক দেশ থেকে অন্য দেশ এ ঘুরতে গেলেন তখন আপনার টাকা কিংবা ডলার এর বিপরীত এ ঐ দেশের মুদ্রা কিনতে হয় , আবার যখন ফিরে আসেন তখন অবশিষ্ট কিচ মুদ্রা থাকলে টাকা তে convert করে পেলেন আর এটাই ফরেক্স ট্রেডিংএর দেশ এর মদ্রা এর সাথে অন্য দেশ এর মুদ্রা বেচা-কেনাই হল ফরেক্স ট্রেডিংএটা হতে পারে USD-BDT অথবা USD-EUR এটা নির্ভর করবে আপনার পছন্দের ওপর
Posted by Unknown on 1:00 AM  No comments »

Friday, March 28, 2014



কল্পবিজ্ঞানে দেখানো হয়েছে ছোট্ট একটি ডিস্কে লক্ষ লক্ষ বছর তথ্য রাখা হয়কিন্তু এখন আর কল্পবিজ্ঞান নয়; সত্যি লক্ষ বছর রাখা যাবে যেকোনো তথ্য ছোট্ট একটি হার্ডডিস্কেএ ধরণের প্রযুক্তির সাথে খুব শিঘ্রই পরিচিত হবে বিশ্ববাসী সাউথহ্যাম্পটনের অপ্টো-ইলেক্ট্রনিক রিসার্চ সেন্টার বিশ্ববিদ্যালয় এবং এন্ডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন প্রযুক্তি নিয়েই কাজ করছেন
সম্প্রতি তারা একটি গবেষণায় এই প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছেনখুব ছোট এবং শক্তিশালী আলো বিচ্ছুরণ করতে পারে এমন একটি ফেমটোসেকেন্ড লেজারের সাহায্যে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে অধিক তথ্য ধারণ করে তারা এই পরীক্ষায় সফলতা পানআর এই প্রযুক্তিতে একটি সাধারণ আকৃতির কমপ্যাক্ট ডিস্কের তথ্য ধারণক্ষমতা হবে ৩৬০ টেরাবাইট
HARD 1 আসছে এমন একটি হার্ডডিস্ক যা তথ্য রাখবে ১ মিলিয়ন বছর!!
অপ্টো-ইলেক্ট্রনিক রিসার্চ সেন্টারের অধ্যাপক পিটার কাজানস্কি বলেন, “আমরা এই প্রথম এমন নথি তৈরি করতে সক্ষম হয়েছি যা সম্ভবত মানব সভ্যতার শেষ দিন পর্যন্ত টিকে থাকবেএই প্রযুক্তি সভ্যতার শেষ নিদর্শনটুকু নিরাপদে রাখবেকোন তথ্যই হারিয়ে যাবে না গবেষক দলের নেতা জিঙ্গু ঝাং এবং তার দল বর্তমানে প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছেন

Posted by Unknown on 10:06 AM  No comments »

Thursday, March 27, 2014


motor cycle, flying motor cycle, bangladeshi scientist, aero motor cycle
দেশে এই প্রথম বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন করা হয়েছে। এটি কোনো ধরনের তেল-গ্যাস ছাড়া চলবে এবং শতভাগ পরিবেশবান্ধব হবে। তাছাড়া মোটরসাইকেলটি চালু করতে ব্যাটারির প্রয়োজন হবে না। এ মোটরসাইকেলটি চালাতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ৯১ পয়সা। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাসচালিত মোটরসাইকেলটি […]
Posted by Unknown on 8:23 PM  No comments »
বর্তমান সময়ের বেশ কিছু অসাধারন প্রযুক্তি, যেমনঃ পোর্টেবল নেভিগেশন সিস্টেম, স্ব-চালিত গাড়ি, ক্রুজ মিসাইল নিশানা এসবই সম্ভব হয়েছে আমেরিকান Global Positioning System (GPS) এবং এর রাশিয়ান সংস্করণ GLONASS দ্বারা। তবে এ দু’টো প্রযুক্তির দু’টি মৌলিক সীমাবদ্ধতা রয়েছেঃ এগুলো গৃহের অভ্যন্তরে কাজ করে না এবং এরা শুধু দু’টি ডাইমেনশনে কাজ করতে পারে।
যেহেতু এ সীমাবদ্ধতাগুলো দৃষ্টিগ্রাহ্য নয়, তাই আমাদের প্রয়োজন নতুন প্রযুক্তির। এক্ষেত্রে আমরা খুবই দুর্বল সিগন্যাল এর কথা আলোচনা করব, যা মোটামুটি ১২৬০০ মাইল অতিক্রম করতে সক্ষম। কংক্রিট ও অন্যান্য শক্ত বাধা পার হওয়া, যেকোন শক্তিশালী/শর্ট-রেঞ্জের সেলুলার সিগন্যালের জন্য বেশ কষ্টসাধ্য ব্যপার; সেজন্য ৫০ ওয়াটের সিগন্যাল দ্বারা ১২০০০ মাইল অতিক্রম আশা করা করা যায় না। পৃথিবীতে কোন GPS সিগন্যালকে সনাক্ত করাকে তুলনা করা যায় ১২০০০ মাইল দূর হতে ২৫ ওয়াটের বালবের আলো সনাক্ত করার সাথে।
Posted by Unknown on 8:10 PM  No comments »



যতনে রাখি যন্ত্র -ঝামেলা ছাড়াই দীর্ঘদিন একটি ল্যাপটপ ব্যবহার করার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজনল্যাপটপে কোনো ত্রুটি ধরা পড়ার পর সেটি মেরামত করতে হবেতবে আগে থেকে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এসব সমস্যা এড়িয়ে চলা সম্ভবউইকি হাউ অবলম্বনে লিখেছেন নাসির খান
অ্যান্টিভাইরাস সফটওয়্যার
কম্পিউটারে অবশ্যই একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত হয়তো কম্পিউটার ব্যবহার করার সময় আপনার জানা আছে, আপনি কী ফাইল নামিয়েছেন, কোন ওয়েবসাইটে গেছেন বা পেনড্রাইভের মাধ্যমে কী ধরনের ফাইল স্থানান্তর করছেনকিন্তু বর্তমান সময়ের ভাইরাসগুলো এমনভাবে তৈরি করা হয়, যেন সেগুলো ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটারের ক্ষতি করতে পারেএই ভাইরাসগুলো কম্পিউটারের সফটওয়্যারগুলো অকার্যকর করে দেওয়া, তথ্য মুছে ফেলাসহ ল্যাপটপটিই ব্যবহারের অনুপযোগী করে তুলতে পারে

বাতাসের চলাচল

ল্যাপটপ সব সময়ই এমন জায়গায় ব্যবহার করা উচিত, যেখানে বাতাস চলাচলের সুব্যবস্থা রয়েছেএর ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে নাতবে এর মানে এই নয় যে, সব সময় শীতাতপনিয়ন্ত্রিত স্থান থেকে এটি ব্যবহার করতে হবে
তরল পদার্থ থাক দূরে
Posted by Unknown on 8:05 PM  No comments »
শুধু ক্রিকেটেই নয়, এবার টোয়েন্টি টোয়েন্টি শব্দটি ট্যাবলেটের মডেল হিসেবেও অন্তর্ভুক্ত করতে পারে নকিয়া। ‘লুমিয়া ২০২০’ মডেলের একটি আট ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। আগামী বছর ২৪ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘টোয়েন্টি টোয়েন্টি’ মডেলের ট্যাব বাজারে আনতে পারে নকিয়া।
নকিয়া পাওয়ার ইউজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নকিয়া তাদের ট্যাবলেট লাইন সমৃদ্ধ করতে যাচ্ছে। এর আগে ফাঁস হওয়া ‘ইলুসনিস্ট’ কোড নামের ট্যাবলেটটিই হবে নকিয়ার আট ইঞ্চি মাপের ‘লুমিয়া ২০২০’।
মাইক্রোসফটের উইন্ডোজ আরটি ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার ট্যাবটিতে থাকবে কোয়ালকমের তৈরি দ্রুতগতির প্রসেসর, ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। এ ট্যাবটির সঙ্গে স্টাইলাস পেন ব্যবহারের সুবিধাও রাখবে নকিয়া। এটি হবে নকিয়ার স্টাইলাসযুক্ত প্রথম ট্যাব।
Posted by Unknown on 7:43 PM  No comments »

extend+laptop%2527s+battery+life জেনে নিন ল্যাপটপে চার্জ ধরে রাখার ৬টি কৌশল! 6 Tips to extend your laptops battery life
আপনার হাতে একগাদা কাজ। অথচ, হঠাৎ করে ল্যাপটপের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে। কাছাকাছি কোন পাওয়ার সকেটও নেই, যেখান থেকে ল্যাপটপটি চার্জ দিয়ে নিতে পারেন। ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের এ ধরনের সমস্যায় হরহামেশাই পড়তে হয়। দুশ্চিন্তার কারণ নেই। কারণ, ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করার কিছু সহজ সমাধান রয়েছে। ল্যাপটপ ব্যবহারকারীদের উচিত এ বিষয়গুলোকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করে নেয়া। তা হলে আর অনাকাঙ্খিত বিড়ম্বনায় পড়তে হবে না। নিচে সহজ ৬টি টিপস দেয়া হলো:
১. ডিসপ্লে: মোবাইলের মতো ল্যাপটপ স্ক্রিনও বেশি পাওয়ার ব্যবহার করে। সে কারণে স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা চোখের জন্য সহনীয় মাত্রায় যতোটা কমিয়ে ব্যবহার করা যায়, ততোটাই ভালো। যদি আপনার কিবোর্ডে ব্যাকলাইট থাকে, তবে সেটিও সেটিংস থেকে বন্ধ করে দিন। এতে ব্যাটারির আয়ু দীর্ঘায়িত হবে।
Posted by Unknown on 7:40 PM  No comments »
দেশের বাজারে অবমুক্ত হলো বিশ্বের সবচেয়ে হালকা আল্ট্রাবুক, জাপানের তোশিবা পোর্টিজি জেড৯৩০। বুধবার বিকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে ৪টি নতুন ল্যাপটপের মোড়ক উন্মোচন করে তোশিবার বাংলাদেশের পরিবেশক স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, ল্যাপটপ মার্কেটিং বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন, পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম তুহিন ও বিআইজেএফের সভাপতি মোহাম্মদ খান ও অন্য সদস্যরা।
মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তোশিবা ল্যাপটপের বিক্রয়োত্তর সেবানীতি যে কোনো ব্র্যান্ডের তুলনায় শ্রেষ্ঠ। অনুষ্ঠানে তোশিবার প্রতিটি মডেলের ল্যাপটপের সঙ্গে একটি করে মোবাইল হ্যান্ডসেট উপহারের ঘোষণা দেয়া হয়।
Posted by Unknown on 7:37 PM  No comments »


 

আজ আপনি আপনাদের মাঝে একটি android app নিয়ে আলোচনা করবো যার গ্রাহক বিশ্ব জুড়েগ্রাফিং ক্যালকুলেটর একটি অসাধারন সফটওয়ার যার মাধ্যমে আপনি বিজগানিতিক অনেক সমস্যার সমাধান করতে পারবেন যেটা আপনার স্কুল, কলেজ বা আপনার যে কোন কঠির সমস্যাকে সহজে সমাধান করে দেবেএই সফটওয়ারটি আপনি আপনার হাতে থাকা এনড্রোএইড বা এনড্রোএড সাপর্ট করে এমন ডিভাইসে ব্যাবহার করতে পারেন এবং পেতে পারেন গানিতিক সমস্যা এবং তার চিত্র ভিত্তিক ফলাফল
এটা কিভাবে কাজ করে?
এই এপলিকেশনটি অনেক ভাবে আপনার গানিতিক সমস্যাকে সমাধান করবেএখানে বিভিন্ন ধরনের ফাংশন দ্বারা আপনি নিমিশেই অনেক জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারেন যেমন; চিত্রের সাহায্যে যে কোন ভ্যালু আপনি এড করতে পারেন, রুটের সমস্যা সমাধান করতে পারেন, ম্যাট্রিক্স নিমিশেই সমাধান করেত পারেন, আরো অনেক কিছুই করা যায় এই এপলিকেশন দিয়েযদি আপনি জ্যামিতিক সমস্যার সমাধান করতে চান তাও সম্ভবএর মধ্যে এতো ফাংশন আছে যা আপনি আগে কোন গ্রাফিক ক্যলকুলেটরে পাননি; এটা হলফ করে বলতে পরি 41 258x500 গ্রাফিং ক্যালকুলেটর  যা আপনি হয়তো আগে দেখেন নি কিন্তু অনেক জটিল সমস্যার সমাধান করবে; গ্যারান্টি
কিভাবে পেতে পারেন?
Posted by Unknown on 7:34 PM  No comments »
আজ আপনি আপনাদের মাঝে একটি android app নিয়ে আলোচনা করবো যার গ্রাহক বিশ্ব জুড়ে। গ্রাফিং ক্যালকুলেটর একটি অসাধারন সফটওয়ার যার মাধ্যমে আপনি বিজগানিতিক অনেক সমস্যার সমাধান করতে পারবেন যেটা আপনার স্কুল, কলেজ বা আপনার যে কোন কঠির সমস্যাকে সহজে সমাধান করে দেবে। এই সফটওয়ারটি আপনি আপনার হাতে থাকা এনড্রোএইড বা এনড্রোএড সাপর্ট করে এমন ডিভাইসে ব্যাবহার করতে পারেন এবং পেতে পারেন গানিতিক সমস্যা এবং তার চিত্র ভিত্তিক ফলাফল।
এটা কিভাবে কাজ করে?
এই এপলিকেশনটি অনেক ভাবে আপনার গানিতিক সমস্যাকে সমাধান করবে। এখানে বিভিন্ন ধরনের ফাংশন দ্বারা আপনি নিমিশেই অনেক জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারেন যেমন; চিত্রের সাহায্যে যে কোন ভ্যালু আপনি এড করতে পারেন, রুটের সমস্যা সমাধান করতে পারেন, ম্যাট্রিক্স নিমিশেই সমাধান করেত পারেন, আরো অনেক কিছুই করা যায় এই এপলিকেশন দিয়ে। যদি আপনি জ্যামিতিক সমস্যার সমাধান করতে চান তাও সম্ভব। এর মধ্যে এতো ফাংশন আছে যা আপনি আগে কোন গ্রাফিক ক্যলকুলেটরে পাননি; এটা হলফ করে বলতে পরি। 41 258x500 গ্রাফিং ক্যালকুলেটর  যা আপনি হয়তো আগে দেখেন নি কিন্তু অনেক জটিল সমস্যার সমাধান করবে; গ্যারান্টি
কিভাবে পেতে পারেন?
Posted by Unknown on 7:28 PM  No comments »
গনিত ও পদার্থ বিজ্ঞানে বিভিন্ন ফাংশনের গ্রাফ আঁকার প্রয়োজন হয়। বাস্তবে গ্রাফ আঁকার জন্য অনেক গুলো বিন্দু বের করে গ্রাফ কাগজে স্থাপন করে করে গ্রাফ আঁকাতে হয় যা বেশ ঝামেলাদায়ক এবং সময়ের অপচয়। কিন্তু ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করে যে কোন গাণিতিক ফাংশনের গ্রাফ নিমিষেই আঁকাতে পারেন। এতে একদিকে যেমন সময় বাঁচবে অপর দিকে আরো অনেক সুবিধা পাওয়া যাবে ( দুটি গ্রাফের তুলনা, ক্ষেত্রফল বের করা, দৈর্ঘ্য বের করা, ঢাল আঁকা ইত্যাদি)।
 এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার । তারপর ইন্সটল করে ওপেন করুন।
গ্রাফ আঁকাঃ Function মেনু থেকে Insert function এ ক্লিক করুন। Function type থেকে Standard Function y=f(x) সিলেক্ট করুন। Function Equation এর আওতাধীন টেক্সট বক্সে যে ফাংশনের গ্রাফ আঁকাতে চান সে ফাংশনটি লিখে ফেলুন। এখানে চলক হিসাবে X ব্যবহার করতে হবে।। যেমনঃ f(x)=sin(x) ফাংশনটির গ্রাফ আঁকাতে টেক্সট বক্সে লিখুনঃ sin(x)। Graph Properties এর আওতাধীন কম্বো বক্স গুলো থেকে গ্রাফ কেমন হবে, রঙ কি হবে, কত পুরু হবে তা নির্ধারন করে দিতে পারেন। ওকে চাপলেই সাথে সাথে পেয়ে যাবেন আপনার গ্রাফ। একইভাবে একইসাথে একাধিক ফাংশনের গ্রাফ আঁকাতে পারেন। তবে একাধিক ফাংশনের ক্ষেত্রে প্রতিটি ফাংশনের জন্য আলাদা আলাদা রঙ দিলে কোনটা কোন গ্রাফ বুঝতে সুবিধা হবে।
ঢাল আঁকাঃ কোন ফাংশন আঁকার পর ঐ ফাংশনের কোন বিন্দুতে ঢাল আঁকার জন্য Function> Insert tangent এ যান। x (যা ফাংশনের চলক) নামক টেক্সট বক্সে যে বিন্দুতে ঢাল আঁকাবেন তার ভুজ দিয়ে ওকে দিন। ব্যস।
Posted by Unknown on 7:24 PM  No comments »

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবার গোপন কোড ভাঙতে সক্ষম কোয়ান্টাম কম্পিউটার তৈরির চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে মূলত ব্যাংকের তথ্য ও ই-মেলের মতো বিষয় এনক্রিপ্ট করা হয়, যা ভাঙার জন্য উদ্যোগ নিয়েছে এনএসএ৷
ওয়াশিংটন পোস্ট মূলত এনএসএ কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা বিভিন্ন নথি যাচাই করে কোয়ান্টাম কম্পিউটারের কথা জানতে পেরেছেপত্রিকাটি লিখেছে, যে কোয়ান্টাম কম্পিউটারটি তৈরি করা হচ্ছে, সেটি ব্যবহার করে মূলত অনলাইনে এনক্রিপ্ট করে রাখা সুরক্ষিত স্বাস্থ্য, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন দেশের সরকারি তথ্য সংগ্রহ করা যাবে
এনক্রিপ্টেড কোড সাধারণ কম্পিউটার ব্যবহার করে ভাঙতে গেলে কয়েক লাখ বছর লেগে যেতে পারে৷ কিন্তু এনএসএ-র কোয়ান্টাম কম্পিউটার এনক্রিপ্টেড কোড ভেঙে যেকোন তথ্য দ্রুত উদ্ধারে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে৷ ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত গতির কম্পিউটার তৈরির এই গবেষণার পেছনে বিপুল অর্থ খরচ করা হচ্ছে৷ এনএসএ-র ৭৯ দশমিক সাত মিলিয়ন ইউরোর কঠিন লক্ষ্যে আঘাতপ্রকল্পের অংশ হিসেবে এটা করা হচ্ছে৷
Posted by Unknown on 7:22 PM  No comments »

আজব টেকনোলজি নিয়ে আবার হাজির হয়েছি চমৎকার এবং সর্বশেষ প্রজুক্তির খবর নিয়ে। আমরা যা আগে ভাবিনি, কম্পনা করিনি স্বপ্নেও দেখিনি এবার হতে চলেছে তাই, প্রতি নিয়ত বিজ্ঞান আমাদের উপহার দিচ্ছি নিত্য নতুন সকল প্রযুক্তি যা আমাদের প্রতিদিনের কাজ কর্মকে আরো শক্তিশালী করে তুলছে। ফেস পাসওয়ার্ড এর যুগ পার করে এবার আপনার কল্পনায় ভাবা যে কোন একটি পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার চালু হবে। আপনার কম্পিউটার চালু করতে এর পাসওয়ার্ডটি শুধু মনে মনে ভাবতে থাকুন। আপনার ভাবনায় থাকা পাসওয়ার্ডটি শনাক্ত করে চালু হয়ে যাবে কম্পিউটার।
mind password ফেস পাসওয়ার্ড এর যুগ পার করে এবার আপনার কল্পনায় ভাবা যে কোন একটি পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার চালু হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চিন্তাশক্তিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার এ পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
Posted by Unknown on 7:11 PM  No comments »
সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক, জনপ্রিয়তার শীর্ষে আছে। যত বেশী জনপ্রিয়তা তত বেশী প্রশ্ন উঠে আসে নিরাপত্তার। ফেসবুক আমরা সকলেই ব্যবহার করি কম বেশী আমাদের সকলের ফেসবুকের পাসওয়ার্ড মাঝে মাঝে ভুলে গিয়ে থাকি অথবা আমাদের মাঝে একটি ভিতি কাজ করে সেটি হচ্ছে আমাদের একাউন্ট  এর পাসওয়ার্ড ভুলে গেলে অথবা হ্যাক হলে উপায় কি হবে? ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া সম্ভব৷ আর তারচেয়েও বেশি সম্ভব হয়ত পাসওয়ার্ড উদ্ধারের জন্য দেওয়া নিরাপত্তা প্রশ্নের উত্তর ভুলে যাওয়া৷ আর এই দুটো বিষয় ভোলার পর ফেসবুক প্রোফাইল ফিরে পাওয়া কিন্তু বেশ কঠিন৷
facebook new feture ফেসবুকের নতুন ফিচারঃ ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে অথবা হ্যাক হলে আর ভয় নেই
ফেসবুক অবশ্য নিজেই এবার এর এক সমাধান বের করেছে৷ পাসওয়ার্ড ভুলে যাওয়ায় কারো অ্যাকাউন্ট যাতে লক হয়ে না যায়, সেজন্য ফেসবুক চালু করেছে নতুন ফিচার৷ এই ফিচারের আওতায় একজন ফেসবুক ব্যবহারকারী তাঁর বিশ্বস্ত বন্ধুদের একটি তালিকা তৈরি করতে পারবেন৷ এরপর কোনো কারণে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে বিশ্বস্ত বন্ধুদের সহায়তায় নিতে পারবেন৷ ফলে পাসওয়ার্ড ভুললেও প্রোফাইলে প্রবেশে সমস্যা হবে না৷
কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কিভাবে কাজ করে এই ফিচার? এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, প্রথমে ফেসবুকের সিকিউরিটি সেটিংসে প্রবেশ করে বিশ্বস্ত বন্ধুদের একটি তালিকা তৈরি করতে হবে৷ এরপর কখনো পাসওয়ার্ড হারিয়ে গেলে বিশ্বস্ত তালিকায় থাকা তিন ব্যক্তির মাধ্যমে সেটা উদ্ধার করা যাবে৷ এক্ষেত্রে এই তিনজনের কাছে আলাদা আলাদা কোড পাঠাবে ফেসবুক৷ আর সেসব কোড ব্যবহার করে প্রবেশ করা যাবে ফেসবুক প্রোফাইলে৷
facebook password 500x332 ফেসবুকের নতুন ফিচারঃ ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে অথবা হ্যাক হলে আর ভয় নেই
উল্লেখ্য, গোটা বিশ্বজুড়েই ফেসবুক দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে৷ শুধু বাংলাদেশেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি৷ আর সব মিলিয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটি পেরিয়েছে বহু আগেই৷ ফেসবুক ছাড়া এখন অনেকেরই যে চলে না! এটি শুনতে কিছুটা অবাক লাগলেও সত্যি!
Posted by Unknown on 7:04 PM  No comments »
মহাকাশে নতুন ৭১৫টি গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্য খুঁটিয়ে দেখে নাসা সৌরজগতের বাইরে এসব গ্রহের অবস্থান শনাক্ত করে।
বুধবার নতুন এ গ্রহের কথা জানায় নাসার বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে সৌরজগতের বাইরে চিহ্নিত গ্রহের সংখ্যা ১ হাজার ৭০০-তে দাঁড়ালো। এর আগে সৌরজগতের বাইরে ২৪৬টি গ্রহের সন্ধান দিয়েছিল কেপলার টেলিস্কোপ। নতুন ৭১৫টি দিয়ে কেপলার টেলিস্কোপে শনাক্ত গ্রহের সংখ্যা দাঁড়ালো ৯৬১টিতে। ২০০৯ সালে পৃথিবীর মতো আরেকটি বাসযোগ্য গ্রহ খোঁজার পথে রওনা হয় মহাকাশযান কেপলার।
3320140228133000 500x318 নতুন ৭১৫টি গ্রহের সন্ধান ৭১৫টি গ্রহের ৯৫ শতাংশ আমাদের সৌরজগতের নেপচুন গ্রহের চেয়ে ছোট। নেপচুন ব্যাসের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম ও ভরের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ। নতুন গ্রহগুলোর মধ্যে চারটি পৃথিবীর ব্যাসার্ধের
Posted by Unknown on 6:59 PM  No comments »

Robi 640 টেলিকম খাতে প্রথম ভিসা ক্রেডিট কার্ড চালু করলো রবি
টেলিকম খাতে প্রথম যৌথ ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ড-সেবা চালু করল দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডএ জন্য ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে একটি যৌথ ব্র্যান্ডের ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে অপারেটরটিআর এই সেবা উপভোগ করতে পারবেন রবি উদয় পোস্টপেইডের গ্রাহকরা
এ বিষয়ে রবির গণমাধ্যম মুখপাত্র তালাত কামাল জানিয়েছেন, প্লাটিনাম ও গোল্ড- এ দুই ধরনের গ্রাহকরা রবি-ইবিএল যৌথ ব্র্যান্ডের ভিসা কার্ড ব্যবহারের সুযোগ পাবেনএই কার্ড ব্যবহারকারীরা লোকাল ভয়েস কলের পোস্টপেইডে
রবির মাসিক বিলে ৫ শতাংশ ছাড় ও বিনামূল্যে আন্তর্জাতিক রোমিং সেবা উপভোগ করতে পারবেনরবি-ইবিএল কার্ডের কোনো ইস্যু ফি নেই এবং গ্রাহকরা বছরে ১৮টি ট্রানজেকশনের মাধ্যমে বার্ষিক ফি মওকুফের সুযোগ পাবেন
Posted by Unknown on 6:56 PM  No comments »
স্টিফেন উইলিয়াম হকিং, (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৪২) সিএইচ, সিবিই, এফআরএস, পিএইচডি (ইংরেজি: Stephen William Hawking; জন্ম: জানুয়ারি ৮, ১৯৪২) বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাঁকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন) হিসেবে ১ অক্টোবর, ২০০৯ তারিখে অবসর নেন। এছাড়াও তিনি কেমব্রীজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত আছেন। শারীরিকভাবে ভীষণরকম অচল এবং এ.এল.এসের (এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা লাউ গেহরিগ রোগ – যা একপ্রকার মোটর নিউরন রোগ) জন্য ক্রমাগতভাবে সম্পূর্ণ অথর্বতার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবৎ তিনি তাঁর গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন।
Stephen Hawking.StarChild অধ্যাপক স্টিফেন উইলিয়াম হকিং NASA StarChild image of Stephen Hawking, 1999
পদার্থবিজ্ঞানে হকিংয়ের দুইটি অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত। প্রথম জীবনে সতীর্থ রজার পেনরাজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতায় সিংগুলারিটি সংক্রান্ত তত্ত্ব। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোল-এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণা প্রবাহ। এই বিকরণ এখন হকিং বিকিরণ নামে (অথবা কখনো কখনো বেকেনস্টাইন-হকিং বিকিরণ) অভিহিত। প্রায় ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের চর্চা করছেন। লিখিত পুস্তক এবং বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে হকিং একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন। তিনি রয়েল সোসাইটি অব আর্টসের সম্মানীয় ফেলো এবং পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য।
Posted by Unknown on 6:51 PM  No comments »

 

পিসির নিরাপত্তাঃ

শুরুর কথাঃ ভাইরাস কথাটা আসলে বোঝানো হয় কম্পিউটারের জন্য ক্ষতিকারক কিছু প্রোগ্রামকে যেগুলো নানা ভাবে কম্পিউটার এর ক্ষতি করে থাকেতবে ভাইরাস আসলে ম্যালওয়্যার গোত্রের সদস্যনানা রকম ম্যালওয়্যার আছে, তার মধ্যে ভাইরাস একটিবাকি গুলোও নানা ভাবে ক্ষতিকরতবে মানুষ সাধারন সেন্সে সব গুলোকেই ভাইরাস বলেআসুন তবে চিনি ম্যালওয়্যার কি? এবং কি কি ধরনের ম্যালওয়্যার আছে
Malware শব্দটির অর্থ Malicious Software. মানে ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রামসে সকল প্রোগ্রাম কম্পিউটার এর ক্ষতির কারণ হয় সেগুলোকেই ম্যালওয়্যার বলেম্যালওয়্যার এর মধ্যে প্রায় ১২ রকম ভাগ আছেতার মধ্যে আমরা সচরাচর ৩-৪ প্রকার এর সম্মুখিন হয়ে থাকিতবে এখানে আমি ৭ রকম ম্যালওয়্যার নিয়ে আলোচনা করবোসাথে এদের হাত থেকে কিভাবে বাঁচা যায়, সেটাও আবার কোন ধরনের অ্যান্টিভাইরাস ছাড়াচলুন তবে শুরু করি

ভাইরাসঃ

ভাইরাস হলো এমন এক ধরনের ক্ষতিকারন কম্পিউটার প্রোগ্রাম যে নিজে থেকে নিজের কপি করতে পারে কিংবা অন্য একটি ফাইলের সাথে নিজেকে যুক্ত করে নিতে পারেমূলত ভাইরাসের আক্রমনের শিকার হয় .exe (Executable File) এবং .com  এক্সটেশন যুক্ত ফাইল গুলো (আমি .com ডোমেইন এর কথা বলছিনা কিন্তু)
Posted by Unknown on 6:41 PM  No comments »
কেমন আছেন সবাই।আশা করি ভাল আছেন।আপনাদের দোয়ায় শুরু করছি নতুন পর্বের চেইন পোস্ট। কম্পিউটার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।আর তাই এর যত্ন নেওয়াও আমদের জন্য খুবই প্রয়োজন। আজ এ ব্যাপারে সাধারণ আলোচনা করব।
কম্পিউটার রক্ষণাবেক্ষণ আসলে কী?
দিন দিন এগিয়ে যাচ্ছে আমাদের এই বিশ্ব। আর এই এগিয়ে যাওয়ার পথে যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করছে তা হল কম্পিউটার।বৃক্ষের যেমন নিয়মিত পরিচর্যা না করলে ভাল ফল আশা করা যায় না। কম্পিউটারকে যদি পরিচর্যা না করেন, এটির প্রতি যদি যত্নবান না হন, তবে এর থেকেও ভাল ফলাফল আপনি আশা করতে পারবেন না। কম্পিউটারের মাধ্যমে অধিক পরিমাণ সার্ভিস বা সেবা পাওয়ার জন্য অবশ্যই এটির যত্ন নিতে হবে।
“মূলত কমিপউটারের বিভিন্ন অংশের সংযোগ দেওয়া, কম্পিউটারের সঠিক যত্ন নেওয়া, নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, কোন যন্ত্র ঠিক মত কাজ না করলে তার মেরামত, পরিবর্তন ইত্যাদিকে সামগ্রিক ভাবে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ বলা হয়।”
Posted by Unknown on 6:31 PM  No comments »

Wednesday, March 26, 2014





3214 পাসওয়ার্ড! পাসওয়ার্ড! পাসওয়ার্ড!কি ভাবে পাসওয়ার্ড দিলে হ্যাকার
আপনার ধারে-কাছে আসতে পারবেনা !
অ্যাকাউন্ট খোলার সময় অনেকেই পাসওয়ার্ড হিসেবে কি
দেওয়া যায়, তা নিয়ে মহা দুশ্চিন্তায় পরেন
কম্পিউটার
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন,
পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ব্যবহারকারীর
মনে রাখা তত সহজ হবে এবং হ্যাকার
বা পাসওয়ার্ড-চোরদের জন্য তা অনুমান
করা কঠিন হবে
পাসওয়ার্ড হিসেবে হয়তো কেউ বসান মোবাইল
নম্বর আবার কেউ বা বসান জন্মদিনের সংখ্যা
কেউ ব্যবহার করেন পাসওয়ার্ডশব্দটিকেই আবার
কেউ লেখেন ১২৩৪৫৬।.পাসওয়ার্ড দিতে হবে বলেই
যে কেবল একটি মাত্র শব্দ বা কয়েকটি সহজ
সংখ্যা বসিয়েই
দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে ভাবছেন,
তাহলে কিন্তু ভুল করবেনসম্ভব হলে কয়েকটি শব্দ
ব্যবহার করে একটি বাক্যাংশ
বা একটি পুরো বাক্যকেই পাসওয়ার্ড
হিসেবে ব্যবহার করুন
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি
ম্যাগাজিনে প্রকাশিত
একটি প্রতিবেদনে বলা হয়েছে, সহজে অনুমান
করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার
করলে হ্যাকাররাও অনায়াসেই এ পাসওয়ার্ডের
নিরাপত্তা ভেঙে ফেলতে পারেকষ্ট করে হলেও
জটিল পাসওয়ার্ড মুখস্থ
রাখতে পারলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার
আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের
নিরাপত্তা বিশ্লেষক গ্রাহাম ক্লুলেই
জানিয়েছেন, আপনার স্মরণীয় কোনো বাক্যের
সঙ্গে ছোট-বড় অক্ষর, সংখ্যা ও চিহ্ন
মিলিয়ে জটিল একটি পাসওয়ার্ড
তৈরি করতে পারেনপাসওয়ার্ডটি মুখস্থ রাখুন
পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ততই নিরাপদ
থাকবে আপনার অ্যাকাউন্ট
শক্ত ও জটিল পাসওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি
আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট, সামাজিক
যোগাযোগের ওয়েবসাইটসহ অনলাইনের বিভিন্ন
অ্যাকাউন্টের ক্ষেত্রে জটিল পাসওয়ার্ড ব্যবহার
করা জরুরি
দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির নিয়মকানুন
দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির বিষয়টি অনেক
সহজভাবে করা সম্ভবএটা সহজ কোনো বাক্যের
অংশবিশেষ বা পুরো বাক্যটি হতে পারেতবে এ
ক্ষেত্রে বাক্যের পরিবর্তে আপনি সংখ্যা ব্যবহার
করতে পারেনঅক্ষরগুলো ছোট-বড়
মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারেন
আপনাকে খেয়াল
রাখতে হবে যেভাবে পাসওয়ার্ডটি তৈরি করবেন
তা যেন সহজে মনে থাকে কিন্তু অন্য কেউ
সহজে তা অনুমান করতে না পারে
গবেষকদের দেওয়া পাসওয়ার্ডবিষয়ক পাঁচ পরামর্শ
১. সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন
না
২. দীর্ঘ বাক্যে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন
৩. পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ করুন
৪. কম্পিউটার, সামাজিক যোগাযোগের
ওয়েবসাইট ও আর্থিক লেনদেনের সময় পাসওয়ার্ড
দেওয়ার বিষয়ে সতর্ক থাকুনঅ্যাকাউন্ট লগআউট
ঠিকমতো হয়েছে কি না, পরীক্ষা করুনসাইবার-
ক্যাফেতে পাসওয়ার্ড দেওয়ার সময় সতর্ক থাকুন
৫. পাসওয়ার্ড মূল্যবান তথ্য প্রতিরক্ষা করে
এটা আপনার ডিজিটাল সম্পদআপনার পাসওয়ার্ড
রক্ষার জন্য সচেতন থাকুনসব ক্ষেত্রেই গুরুত্ব
দিয়ে পাসওয়ার্ড নির্বাচন করুন
এবং তা মনে সংরক্ষণ করুনপাসওয়ার্ড
যাতে ভুলে না যান, সে জন্য পাসওয়ার্ড
টুকে রাখুন এবং তা সুরক্ষিত স্থানে সংরক্ষণ
করে রাখুন

Posted by Unknown on 7:07 PM  No comments »

Bookmark Us

Delicious Digg Facebook Favorites More Stumbleupon Twitter

Search